একটা পরিবেশ যেখানে সুন্দর গাছ, ফুল ও ফলের বাগান। তারমধ্যে একটি জলাশয়ের জীববৈচিত্র্য। সেখান থেকে আজ একজনকে উঠতে দেখা যায়, দেখে মনে হয় কোনো যুদ্ধ জয়ের সৈনিক। এটা তার দ্বিতীয় অধ্যায় জীবনের। আশেপাশের পরিবেশ দেখে তার মন খুশিতে ভরে ওঠে। ভেসে ওঠে পূর্বের স্মৃতি।
জন্মের পূর্বে তাদের এদিক ওদিক, এনালা থেকে নালা যেতে হয়েছে ডিম্বাণু অবস্থায়। একসময় একটা জলা জায়গায় পৌঁছায়, ধীরে ধীরে গভীরে যেতে থাকে। যত গভীর ততই অন্ধকার। সেই অন্ধকারে কিছুদিন থাকে। তারপর একদিন সেটির মধ্যে নড়াচড়া দেখা যায়। ছোট্ট একটি প্রাণ তার মধ্যে দেখা যায়। আরো কদিন পরে সেটি থেকে বেরিয়ে আসে পিউপা। বেরোনোর পর এদিক ওদিক ছোটপটিয়ে বেড়াতে দেখা যায়। জীবনের প্রথম আশ্বাস বুঝি এমনই হয়। তারপর এইভাবেই সে বেড়ে ওঠে, ক্রমশ পরিবর্তন দেখা যায় তার মধ্যে। সে প্রতিদিন নতুন নতুন কিছু নিজের মধ্যে আবিষ্কার করে। সে সেই অন্ধকারের মধ্যে নিজেকে মানিয়ে নিয়েছে, কিছু সাথিও হয়েছে তার।—মানিক
Read it at Pratilipi: Click here