History Honours (Netaji Subhas Open University)

HHI (HISTORY HONOURS) CCHI-01, UNIT-01

(১) ‘হিস্ট্রি’ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর- ঐতিহাসিক হেরােডােটাস।

(২) ইংরাজি ‘হিস্ট্রি’ শব্দের মত ‘ইতিহাস’ শব্দটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? উত্তর- অথর্ববেদে।

(৩) কোন শতকে কাশ্মীরি ব্রাহ্মণ কলহণ ‘রাজতরঙ্গিনী’ রচনা করেন? উত্তর- দ্বাদশ শতকের মধ্য ভাগে।

(৪) প্রাচীন ভারতকে নিয়ে আধুনিক গবেষণা কবে শুরু হয়? উত্তর- অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগ থেকে।

(৫) “মনুস্মৃতি’র ইংরাজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়? উত্তর- A Code of Gentoo Laws.

(৬) এশিয়াটিক সােসাইটি অব বেঙ্গল’ এর প্রতিষ্ঠাতা কে? উত্তর- সিভিল সার্ভেন্ট উইলিয়াম জোন্স।।

(৭) কে ১৭৮৫খ্রীস্টাব্দে হিন্দু ধর্মীয়গ্রন্থ ‘ভাগবতগীতা’র ইংরাজী অনুবাদ প্রকাশ করেন? উত্তর- উইলকিন্স।

(৮) এশিয়াটিক সােসাইটি অব লন্ডন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর- ১৮২৩ সালে।

(৯) ‘আর্লি হিস্ট্র অব ইন্ডিয়া’ কে রচনা করেন? উত্তর- ভিনসেন্ট আর্থার স্মিথ।

(১০) ‘ইন্দো এরিয়ানস’ শীর্ষক গ্রন্থ কে রচনা করেন? উত্তর- ঐতিহাসিক রাজেন্দ্রলাল মিত্র।

(১১) ‘হিস্ট্রি অব সাউথ ইন্ডিয়া’ গ্রন্থ কে রচনা করেন? উত্তর- নীলকণ্ঠ শাস্ত্রী।

(১২) কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ কবে আবিষ্কৃত হয়? উত্তর- ১৯০৫সালে।

(১৩) কার হাত ধরে ভারতে মার্কসীয় পদ্ধতিতে ইতিহাস চর্চা শুরু হয়? উত্তর- দামােদর ধর্মানন্দ কোশাম্বী (১৯০৭-১৯৬৬) হাত ধরে।

(১৪) কার নেতৃত্বে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রতিষ্ঠিত হয়? উত্তর- ১৯২৫খ্রীস্টাব্দে কে. ডি হেডগাওয়ের নেতৃত্বে নাগপুর প্রতিষ্ঠিত হয়।

(১৫) Culture and Civilization of Ancient India in Historical Outline (1965) রচয়িতা কে? উত্তর- দামােদর ধর্মানন্দ কোশাম্বী।

HHI (HISTORY HONOURS) CCHI-01, UNIT-02

(১) প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে মূলত কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর- তিনটি ভাগে। যথা- (১) লেখ (২) মুদ্রা (৩) স্থাপত্য।

(২) কার রাজত্বকালে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ প্রতিষ্ঠিত হয়? উত্তর- লর্ড কাজনের আমলে।

(৩) ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রথম অধ্যক্ষের নাম কি? উত্তর- স্যার জন মার্শাল।

(৪) কয়েক জন প্রত্নতাত্ত্বিকের নাম উল্লেখ করুন? উত্তর- বুকান, হ্যামিল্টন, ক্যানিংহাম, রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

(৫) কোন লেখ সব চেয়ে প্রাচীন? উত্তর- হরপ্পীয় লেখ।

(৬) অশােক তাঁর নিজের লেখতে নিজেকে কী বলে উল্লেখ করেছেন? উত্তর- ‘দেবনাং পিয় প্রিয়দর্শী’

(৭) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? উত্তর- হরিষেন।

(৮) আইহােল শিলালেখ কে বিবৃত করেন? উত্তর- দ্বিতীয় পুলকেশী।

(৯) কোন দুটি লেখ থেকে কণিষ্কের রাজত্বকালের ঘটনাবলী সম্পর্কে জানা যায়? উত্তর- মথুরা ও পেশােয়ার লেখ।

(১০) অভিজ্ঞান মুদ্রাগুলি থেকে কী কী সম্পর্কে জানা যায়। উত্তর- শাসনব্যবস্থা, সমাজ, অর্থনীতি, শিক্ষা ও ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে।

(১১) দুটি অভিজ্ঞান মুদ্রার উদাহরণ দিন? উত্তর- ঋগ্বেদ বহভৃচ্ছ, যজুর্বেদের অধর্য।

(১৩) ঋগ্বেদ রচনার আনুমানিক সময়কাল কত? উত্তর- খ্রীঃ পূর্ব ১৫০০ অব্দ থেকে খ্রীঃ পূর্ব ১০০০ অব্দের মধ্যে।

(১৪) ঋগ্বেদ কয়টি স্তোত্র, কয়টি মন্ডল, ও কয়টি সূত্র আছে? উত্তর- ১০২৮টি স্ত্রোত্র, ১০টি মন্ডল এবং ১৭১টি সূত্র আছে।

(১৫) ঋগ্বেদের পরবর্তী বেদগুলির রচনাকালের সময় লেখ? উত্তর- ১০০০ অব্দ থেকে খ্রীঃ পূর্ব ৬০০ অব্দের মধ্যে।

(১৬) বৌদ্ধ সাহিত্যের মধ্যে উল্লেখযােগ্য সাহিত্যের নাম কি? উত্তর- দীপবংশ, মহাবংশ এবং জাতক।

(১৭) গৌতম বুদ্ধের পূর্বজন্মবিষয়ক লােককাহিনীগুলির নাম কি? উত্তর- জাতক।

(১৮) মেগাস্থিনিস ভারতের জনসমষ্টিকে কর্মের ভিত্তিতে কয়টি শ্রেনীতে ভাগ করেছেন? উত্তর- সাতটি শ্রেনীতে।

(১৯) মৌর্যদের সবথেকে নির্ভরযােগ্য গ্রন্থের নাম কী? উত্তর- কৌটিল্যের অর্থশাস্ত্র।

(20) গুপ্তযুগে রচিত দুটি স্মৃতিশাস্ত্রের নাম লেখ? উত্তর- মনুস্মৃতি, নারদস্মৃতি, বৃহস্পতিস্মৃতি ইত্যাদি।

(২১) কালিদাসের দুটি ঐতিহাসিক নাটকের নাম লেখ? উত্তর- অভিজ্ঞানশকুন্তলম্ এবং রঘুবংশম।

(২২) ভাস প্রণীত নাটকের নাম কি? উত্তর- চারুদত্ত।

(২৩) বরাহমিহির রচিত গ্রন্থের নাম কি? উত্তর- বৃহৎসংহিতা।

(২৪) বৎসায়নের রচিত গ্রন্থের নাম কি? উত্তর- কামসূত্র।

(২৫) কলহন কর্তৃক রচিত স্থানীয় ইতিবৃত্ত বিষয়ক গ্রন্থটি কোনটি? উত্তর- রাজতরঙ্গিনী।

(২৬) খ্রীস্টীয় একাদশ ও দ্বাদশ শতকের কৃষিবিষয়ক গ্রন্থের নাম কি? উত্তর- ‘কৃষি পরাশর’ এবং ‘কাশ্যপকৃষিসুক্তি’

(২৭) সঙ্গম সাহিত্য বলতে কী বােঝ? উত্তর- তামিল সাহিত্য।

(২৮) তামিল সাহিত্যের দুটি প্রসিদ্ধ মহাকাব্যের নাম লেখ? উত্তর- ‘সিলপ্পাদিকরম’ এবং মণিমেখলাই’

(২৯) হেরােডােটাস রচিত গ্রন্থের নাম কী? উত্তর- Historia

(৩০) টিসিয়াসের লেখা গ্রন্থটির নাম কী? উত্তর- ‘ইন্ডিকা’

HHI (HISTORY HONOURS) CCHI-04, UNIT-01

(১) কত জন কনসলের নেতৃত্বে রােমের কেন্দ্রীয় প্রশাসন পরিচালিত হত? উত্তর- দুইজন নির্বাচিত কনসলের নেতৃত্বে।

(২) রােমান নাগরিকরা সাদা রঙের যে বিশেষ বস্ত্র পরিধান করত, তার নাম কি? উত্তর- টোগা।।

(৩) সাধারণ নাগরিকদের থেকে পৃথক করার উদ্দেশ্যে রােমান সম্রাট কি রঙের বস্ত্র পরিধান করত? উত্তর- বেগুনী রঙের টোগা পরিধান করত।

(৪) কত খ্রীস্টাব্দে দ্বাদশ বিধান রচিত হয়? উত্তর- ৪৪৯ খ্রীঃ পূঃ।

(৫) রােমান নেতাদের উদ্যোগে রােমের প্রধান প্রধান আইনগুলি ১২টি প্রস্তর খন্ডের উপর খােদাই করা হয়েছিল। সেটি কি নামে পরিচিত? উত্তর- দ্বাদশ বিধান বা The Code of The Twelve Table.

(৬) সেন্সর পদটি মূলত কোন কাজের জন্য নির্ধারিত ছিল? উত্তর- অর্থনীতি সংক্রান্ত।

(৭) সেন্সররা কত বছরের জন্য নির্বাচিত হত? উত্তর- পাঁচ বছরের জন্য।

(৮) রােমান সমাজে আইনের অনুশাসন এবং শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কাদের উপর ন্যস্ত ছিল? উত্তর- এডিলদের উপর,

(৯) রােমান নাগরিকদের কলােনিগুলি কি নামে পরিচিত ছিল? Teg- Coloniae Maritimae.

(১০) মিউনিসিপিয়ান প্রশাসন কত জন নির্বাচিত প্রধান দ্বারা পরিচালিত হত। উত্তর- চারজন।